মেহেদি ভাইয়া তার ব্লগ এ লিখেছেন,
The claim of Mr. Jabbar is that UniBijoy keyboard system, one of the four keyboards in Avro, is a pirated version of his Bijoy keyboard layout which he copyrighted a few years ago. Here is how Mehdi Hasan Khan responded to Mr. Jabbar in his blog:
মোস্তফা জব্বার তার লেখায় ঢালাওভাবে পুরো অভ্র কীবোর্ডকেই “পাইরেটেড” হি...সেবে অভিযুক্ত করেছেন। মজার ব্যাপার হল, মানুষজন অভ্র কীভাবে পাইরেটেড প্রশ্নটা করে তাকে চেপে ধরার পর তিনি বললেন অভ্র নিয়ে তার আপত্তি নেই, অভ্রতে ইউনিবিজয় নামে যে কীবোর্ড লেআউট আছে ঐটা তার বিজয় লেআউট থেকে চুরি করা। চমৎকার, আসুন দেখি কী করলে একটা কপিরাইটেড/পেটেন্ডেড লেআউট (অথবা সেটার প্রয়োগ) এ আমরা চুরির অভিযোগ দিতে পারি।
১) অবিকল লেআউট স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া ব্যবহার করলে:
অনুমতির প্রসঙ্গ যখন উঠলই তখন বলি, ২০০৩ সালে অভ্র ডেভেলপের পরিকল্পনা করার সময় আমি ফোনে মোস্তফা জব্বারের কাছে বিজয় লেআউট ব্যবহারের অনুমতি চেয়েছিলাম। তিনিও তার জবাব জানিয়ে দিয়েছিলেন, তাকে টাকা না দিলে তিনি অনুমতি দিবেন না। বেশ ভালো কথা, আমিও বিজয় কীবোর্ড অভ্রর সাথে দেইনি। [..] ইউনিবিজয় আর বিজয় কোনদিনই এক কীবোর্ড লেআউট ছিল না, এখনও নেই। যেখানে একটা কী এর পার্থক্য একটা আলাদা লেআউটের জন্ম দেয়, ইউনিবিজয়ের সাথে বিজয়ের সেখানে অন্তত ৮ টি কীতে পার্থক্য রয়েছে।
২) ফিজিক্যাল লেআউট অনুমতি ছাড়া বিতরণ করলেঃ
প্রশ্নই আসে না। অভ্র কীবোর্ড একটা সফটওয়্যার মাত্র, এর সাথে বিজয় লেআউট ছাপানো কোন কীবোর্ড আমরা বিতরণ করি না।
৩) কীবোর্ড ইন্টারফেস প্রোগ্রামের কোড অনুমতি ছাড়া ব্যবহার করলেঃ
আবারো বলি, এই পয়েন্টও খাটে না। বিজয় ক্লোজড সোর্স, সেটার সোর্স থেকে অভ্র ডেভেলপ করা সম্ভব না। কীভাবে বিজয় হ্যাক করে অভ্র বানানো হল তার ব্যাখ্যা আপনার কাছে দাবী করছি।
in reply :
সিউল (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০১০-০৪-২০ ২০:৩৩
সাথে আছি ভাইয়া। বাংলা বর্ণমালা যেভাবে শিখেছি সেটা মনে পড়ছে। কিবোর্ড হয়ে উঠুক আধুনিক যুগের চক যেখানে স্লেট হল পিসি/ল্যাপটপের মনিটর। কিন্তু এই চক-স্লেটের কোন "দাবীদার" থাকবে না, আমার বর্ণমালার মতই এটাও আমার আপন হবে। কোন ব্যবসায়ীর কাছে নিজের ভাষাকে জিম্মি হতে দিব না আমরা। আপনারা অভ্রের মাধ্যমে যে রেভুলিউশন ঘটিয়েছেন সেটার ফলাফল কেমন হতে পারে নেটে আমাদের প্রতিবাদ তার ছোট্ট একটা উদাহরণ মাত্র।
ভাষা হোক উন্মুক্ত..............হ্যাটস অফ টু ইউ হাসি :)
(সবশেষে জনকন্ঠকে ধিক্কার আপনাদের প্রতিবাদলিপি না ছাপানোর কারণে।)
ইন্জ্ঞিনিয়ার এর ছবি
২৪ | ইন্জ্ঞিনিয়ার (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০১০-০৪-২০ ২০:৪৫
ভাই আপনি যে মহান সেটি আরেকবার প্রমাণ করলেন।
আপনার লেখা থেকে কোট করি,
"আপনার ভাষ্যমতে আপনি যদি নির্বাচন কমিশনের কাছে অভ্রর জন্য ৫ কোটি টাকার বিজয়ের লাইসেন্স বিক্রি করতে ব্যর্থ হন, এক কথায় বলি, আমাদের সমস্ত পরিশ্রম সার্থক। এ দেশের মানুষের ৫ কোটি টাকা নর্দমায় ভেসে যায়নি, বরং অন্য কোন কাজে লেগেছে। "
সাথে আমি একটু যোগ করি,
আপনি চাইলে নির্বাচন কমিশনকে বলতে পারতেন যে অভ্রের হোম ভার্সন ফ্রী, বিজনেস ভার্সনের জন্য ফী দিতে হবে। আমার ধারণা আপনি যদি এক কোটি টাকাও চাইতেন নির্বাচন কমিশন তাতেও রাজী হত কারণ তাহলেও চার কোটি টাকা বাঁচে। এবং এটা করা অনৈতিক কিছুও হত না। অনেক ফ্রী প্রোজেক্টেরই লক্ষ্য থাকে কাস্টমাইজড বা বিজনেস ভার্সনের জন্য চার্জ নেয়া। আপনি সেটা করেন নি। বাংলাদেশের একজন মানুষ কতবড় মহান হলে ভাষার জন্য এক কোটি টাকা ছেড়ে দেয়!!! এটা দেখেও যদি "ডিজিটাল বাংলাদেশের প্রণেতা" সাহেব কিছু বুঝতেন...
দেশের প্রিন্টিং শিল্পে এখনও বিজয়ের একছত্র আধিপত্য। দেশের অধিকাংশ পত্রিকা এটি ব্যবহার করে। টাকা তো তিনি কম কামান নি। সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহার্য লেখালিখির স্বাধীনতটাকে নিয়েও তার ব্যবসা করতে হবে???
"ঝামেলা অভ্রর টীম সামলাক, আমাদের কী?"
এইটা আপনি কি বললেন ভাই!!! আপনারা অভ্র তৈরির সময় তো "দেশের মানুষ কিভাবে বাংলা লিখবে লিখুক, তাতে আমাদের কি" কাজেই অভ্রের প্রতি যে কোন হুমকি মানে আমাদের সবার প্রতি হুমকি। আমার নিজের প্রতি হুমকি। দেশের লাখ লাখ লোক অভ্র দিয়ে প্রথম বাংলা লিখেছে। অনেকে অভ্র না থাকলে হয়ত বাংলা কোনদিন লিখতেও পারত না। এ ঋণ তো শোধ হবার নয়।
i just want to say...
MEHEDI VAIA THE AVRO TEAM and EKUSHEY.ORG deserves ekushey podok.
rezwan vaia(global voices online team)said:
The Bangla blogosphere and Bangladeshi Facebook users are angry with protests as ‘Avro‘, one of the popular and widely used open source Bangla input systems, was accused as a pirated version of another popular Bangla input system ‘Bijoy‘ and the Avro team was mentioned as hackers.
In an article in a Bangla news daily, Mustafa Jabbar, the proprietor of Bijoy and a pioneer of Bangla computing said hackers were responsible for spreading pirated copies of his Bijoy software on the internet. He also said that UNDP had helped these hackers to be selected by the Bangladesh Election commission for their national database works.
It may be mentioned here that Bangladesh saw more than 20 proprietory Bangla input software from 1984 to 2002 and the most popular of them was Mustafa Jabbar's Bijoy during those days. Many developers worked on its various versions.
But the real boost in Bangla computing came when in 2003 Mehdi Hasan Khan, a Bangladeshi medical student developed the open source Avro software using Unicode which was further developed during last six years by Mehdi and his friends Rifatunnabi, Tanvin Islam Siam, Ryan Kamal, Shabab Mustafa and Nipun Haq.
Bijoy Ekusheyavro4splash
While Bijoy is a ASCII based proprietary Bangla input system software and is sold in exchange of license fees, Avro on the other hand is an Unicode based free open source program which has in fact four input system with four keyboard layouts - Avro Phonetic, Bornona, National (Jatiyo) and UniBijoy. The Avro phonetic (or transliteration) input system is the most popular and widely used - especially by the diaspora who do not have access to a physical Bangla keyboard. Using the Avro phonetic transliteration system they can generate Bangla words from Roman typefaces with ease.
After the accusations of Mr. Jabbar the Bangla blogosphere reacted swiftly. Loken Bosh in Amar Bondhu blog challenged Mr. Jabbar to prove that Avro is a pirated software. He wrote:
কম্পিউটারে বাংলা লেখায় বিজয় মাইল ফলক হয়ে এসেছিলো। বিজয়ের অবদানকে অস্বীকার করার কিছু নেই। এখনো প্রফেশনাল প্রিন্টিংয়ের কাজে বিজয়ের বিকল্প নেই।
কিন্তু ইন্টারনেটের এই প্রসারের যুগে বিজয় ধীরে ধীরে অকেজো হয়ে যাচ্ছে। [..] তাই নতুন সময়ের দাবীতেই এলো অভ্র। মেহদী হাসান খান নামের এক তরুণ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি করলেন অভ্র নামক একটি সফটওয়্যার। এবং যা তিনি বিনামূল্যে ছড়িয়ে দিলেন সমস্ত বিশ্বে। যে কেউ চাইলেই এই সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
অভ্রর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ধীরে ধীরে শুরু হয়ে গেছে বিজয় বর্জন। [..] মোস্তফা জব্বার শঙ্কিত। তাই এই মিথ্যাচার। নির্বাচন কমিশন যখন ভোটার আইডির কাজে বিজয় না ব্যবহার করে অভ্র ব্যবহার করলো, তখনই তার গাত্রদাহ প্রবল হয়েছিলো। [..] আর পাশাপাশি নিজের খ্যাতিকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছেন অভ্রর বিরুদ্ধে মিথ্যাচার। আর এই করে করে তিনি নিজেই নিজেকে হাস্যকর প্রমাণ করছেন, আমাদের যেখানে উনাকে শ্রদ্ধা করার কথা ছিলো, সেখানে এখন তার প্রতি ঘৃণা তৈরি হচ্ছে।
Bijoy was a milestone for Bangla Computing. There is nothing to belittle Bijoy's contribution. Even today there is no option for Bijoy in the print industry (Unicode Bangla is not supported in Photoshop).
But in this era of Internet Bijoy is lagging behind. [..] So Avro came with a promise. A young man named Mehdi Hasan created Avro on his own. And he spread it across the globe via internet. Anyone can download the software and use it (for free).
The popularity of Avro is now sky high. Many people are not using Bijoy anymore. [..] Mustafa Jabbar is afraid. When the Election commission chose Avro instead of Bijoy for their voter ID project, he was infuriated with Avro. [..] So he is using his popularity to spread allegations against Avro. And he has created himself a laughing stock. Where we were supposed to revere him, hatred against him is being generated.
Avronil informs in Sachalayatan:
বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত বাংলায় ডিজিটাল তথ্য সংগ্রহের সব চাইতে বড় প্রকল্প ‘ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ' প্রকল্পে অভ্র ব্যবহার করা হয়েছিল। তাদের প্রথম পছন্দ বিজয় হলেও বিজয়ের প্রস্তুতকারক কম্পানি বিজয়ের জন্য কম্পিউটার প্রতি পাঁচ হাজার টাকা লাইসেন্স ফি চেয়েছিল যা পরে বাতিল করে দিয়ে অভ্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য নির্বাচন কমিশনের অভ্রকে দেয়া একটা স্বীকৃতিমুলক সনদের জন্য একটা কাগজ আর সামান্য কালি ছাড়া আর কিছুই খরচ করতে হয় নি।
The Voter ID and National ID project, the largest digital database project in Bangladesh's history, used Avro. Their first choice was Bijoy, but its proprietor company asked Taka 5000 (US$70) license fee for each computer, so they have decided to use Avro instead. In return they only had to give a certificate to Avro.
The claim of Mr. Jabbar is that UniBijoy keyboard system, one of the four keyboards in Avro, is a pirated version of his Bijoy keyboard layout which he copyrighted a few years ago. Here is how Mehdi Hasan Khan responded to Mr. Jabbar in his blog:
মোস্তফা জব্বার তার লেখায় ঢালাওভাবে পুরো অভ্র কীবোর্ডকেই “পাইরেটেড” হিসেবে অভিযুক্ত করেছেন। মজার ব্যাপার হল, মানুষজন অভ্র কীভাবে পাইরেটেড প্রশ্নটা করে তাকে চেপে ধরার পর তিনি বললেন অভ্র নিয়ে তার আপত্তি নেই, অভ্রতে ইউনিবিজয় নামে যে কীবোর্ড লেআউট আছে ঐটা তার বিজয় লেআউট থেকে চুরি করা। চমৎকার, আসুন দেখি কী করলে একটা কপিরাইটেড/পেটেন্ডেড লেআউট (অথবা সেটার প্রয়োগ) এ আমরা চুরির অভিযোগ দিতে পারি।
১) অবিকল লেআউট স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া ব্যবহার করলে:
অনুমতির প্রসঙ্গ যখন উঠলই তখন বলি, ২০০৩ সালে অভ্র ডেভেলপের পরিকল্পনা করার সময় আমি ফোনে মোস্তফা জব্বারের কাছে বিজয় লেআউট ব্যবহারের অনুমতি চেয়েছিলাম। তিনিও তার জবাব জানিয়ে দিয়েছিলেন, তাকে টাকা না দিলে তিনি অনুমতি দিবেন না। বেশ ভালো কথা, আমিও বিজয় কীবোর্ড অভ্রর সাথে দেইনি। [..] ইউনিবিজয় আর বিজয় কোনদিনই এক কীবোর্ড লেআউট ছিল না, এখনও নেই। যেখানে একটা কী এর পার্থক্য একটা আলাদা লেআউটের জন্ম দেয়, ইউনিবিজয়ের সাথে বিজয়ের সেখানে অন্তত ৮ টি কীতে পার্থক্য রয়েছে।
২) ফিজিক্যাল লেআউট অনুমতি ছাড়া বিতরণ করলেঃ
প্রশ্নই আসে না। অভ্র কীবোর্ড একটা সফটওয়্যার মাত্র, এর সাথে বিজয় লেআউট ছাপানো কোন কীবোর্ড আমরা বিতরণ করি না।
৩) কীবোর্ড ইন্টারফেস প্রোগ্রামের কোড অনুমতি ছাড়া ব্যবহার করলেঃ
আবারো বলি, এই পয়েন্টও খাটে না। বিজয় ক্লোজড সোর্স, সেটার সোর্স থেকে অভ্র ডেভেলপ করা সম্ভব না। কীভাবে বিজয় হ্যাক করে অভ্র বানানো হল তার ব্যাখ্যা আপনার কাছে দাবী করছি।
avro keyboard layout
Mustafa Jabbar has accused the whole Avro software as ‘pirated'. The interesting thing is when people ask him how Avro is pirated then he says I don't have problem with Avro, but the Unibijoy layout is stolen from Bijoy. Ok. lets see how we can accuse violation of a copyrighted or patented layout:
1) If the clone of the layout is used without permission.
When the question of permission came I called Mr. Jabbar in 2003 when I was planning to build Avro for his permission to use Bijoy. He answered that he will not give permission without a fee. So I did not use the Bijoy keyboard with the (open source) Avro. UniBijoy and Bijoy were never the same keyboard layout, not even now. Where only one key difference creates a different layout, there are a difference of 8 keys between Unijoy and Bijoy.
2) If the physical layout is sold without permission
We never did! Avro input system is just a software. We do not sell any physical keyboard with Bijoy layout.
3) If the code of the Keyboard interface is reused without the permission of the programmer.
I say again, this point does not stand out. Bijoy is a closed source program. Avro cannot be developed from that source code. So how Bijoy was hacked to create Avro - I demand an explanation.
Read his post for detailed explanations.
Zahid Sumon in Projukti Forum detailed the differences between UniBjioy and Bijoy. Here are a few points:
* অভ্রতে জব্বার সাহেবের একটি ফন্টও কাজ করে না। তাই অভ্র ফন্ট পাইরেসী থেকে মুক্ত। সে সর্বদাই ইউনিকোড বেজড মুক্ত ফন্ট এর উপর নির্ভরশীল।
* অভ্রের লিনাক্স ভার্সন রয়েছে কিন্তু বিজয় শুধুমাত্র ম্যাক ও উইন্ডোজে চলে।
* In Avro no fonts of Bijoy software works. So Avro is free from piracy. It is always based on free unicode fonts.
* Avro has also a linux version. But Bijoy runs only in Windows and Mac.
Renowned wikipedian Ragib hasan writes in a comment on Mehdi's article:
২০০৬ এ যখন বাংলা উইকির কাজ শুরু করি, তখন বাংলা টাইপিং এ অভ্যস্ত ছিলাম না মোটেও। আমাদের উইকির কর্মী যারা আছেন, তাঁদের প্রায় সবাইই বাংলা লিখতে শিখেছেন অভ্র ফোনেটিকে। আজ বাংলা উইকিতে ২০,০০০ ভুক্তি আছে, যার প্রায় সবটাই লেখা হয়েছে অভ্র দিয়ে। আগামী প্রজন্মের কাছে বাংলায় তথ্য রেখে যাওয়ার এই প্রয়াসে অভ্র তাই রেখেছে এক বিশাল অবদান।
When I started work on Bangla wiki in 2006, then I was not conversant with Bangla typing. Most of our Bangla wiki volunteers learned to type in Bangla using Avro Phonetic. Today there are 20,000 entries in Bangla Wikipedia and most of them were written using Avro. So Avro has a huge contribution in leaving the next generation a large collection of Bangla content in the internet.
Bangladeshi netizens are showing their support towards Avro in Facebook and blogs. It is unforeseen that three Bangla blogging platforms Sachalayatan, Amar Blog and Amar Bondhu had changed their banner to Avro Logo to show their support in protesting Mr. Jabbar's claims.
People are creating groups in Facebook and changing their Facebook statuses in solidarity with Avro. Here are a couple of status messages:
নজরুল ইসলাম ভাষা হোক উন্মুক্ত। কোনো বেনিয়ার কাছে আমার মাতৃভাষাকে ইজারা দেবো না… কক্ষণো না
Nazrul Islam Let language be free. I will not lease my language to any profiteer.. never.
অমি রহমান পিয়াল: রক্ত দিয়ে যে অক্ষর কিনেছি তার জন্যে যে বেনিয়া টাকা খোঁজে তাকে ধিক্কার। ভাষা হোক উন্মুক্ত।
Omi Rahman Pial: We have bought our language with blood. Shame to those who wants to make profit from it. Let language be free.
article is not written by me.its just a collection of some articles.if the authors wants to remove it then i will remove it.
Wednesday, April 21, 2010
Monday, February 22, 2010
দুনিয়া কাঁপানো ৩০ মিনিট!
লীন বলেছেন,video is taken from primetime news of ekushey Tv.i was speechless when i saw this.ভিডিওটি একুশে টিভি হতে নেওয়া। দেখার পর আমি বাকরুদ্ধ... আপনারাও দেখে বলেন।
sayema in her facebook note said,
“Duniya kapano 30 min”---what is it actually? 21st Feb. 1952, like all of u, I know no more than what primary history books say---a day when university students sacrificed their lives for Bangla to be the state language. How many of us really do care? Yes by us, I mean specifically the students--the educated society---the backbone of our nation!
Yesterday, 21st of feb. 2010, I went to the national Shahid Minar with my friend Erum, and what we saw there is something you all should know!
The entire area had a complete festive look with people dressed up in colorful clothes, heavy jewellary, makeup etc. They were coming in groups and getting their faces and bodies tatooteed! Some of the tattoos even said “ Ekushey’r Shuveccha”. Do u say, “ Shubho Mrittu Barshiki” on your brother’s death anniversary? Do you party on your brothers death occasion? Can u step on ur brothers grave with your sandals on?.....read more...
for more pix chk this
masuda bhatti said on her blog said,
ভাষা আন্দোলন কি কেবলমাত্র ৩০ মিনিটের এক তুচ্ছ ঘটনা? নাকি এর পেছনে রয়েছে প্রবঞ্চনার ইতিহাস? ৪৭-এ দেশভাগের পর পরই যথন পশ্চিম পাকিস্তানের সুর পাল্টে যায় তখন পূর্ব বাংলায়্ও “ইয়ে আজাদি ঝুটা হ্যায়” শ্লোগান ওঠে। সবচেয়ে বড় কথা হলো হুজুগে বাঙালি যখন বুঝতে পেরেছিল যে, পাকিস্তান আন্দোলনের পুরোধা হিসেবে কাজ করেও তারা স্বাধীনতা পায়নি, সাম্প্রদায়িক দাঙ্গা আর ভয়ঙ্কর রক্তপাতের ওপর দিয়ে হেঁটে বাঙালি পৌঁছেছে বঞ্চনার কাছে। যে কারণে ৪৮ সালেই তাদের মুখের ভাষা বুকের ভাষা বদলে দেয়ার সমন এলো হাতে- ক্ষোভের শুরুটা আগেই ঘটেছিল, এবার তাতে বারুদ যোগ হলো মাত্র, আর বিস্ফারণ? সেতো ঊনপঞ্চাশেই শুরু হয়েছিল, নয় কি?it's a matter of shame that even some schools in bangladesh played foreign music on loud speakers on the occasion.all of this happened bt no news channels covered this except ETV.even there is not a single mention about this incident in any single newspaper.may b the bangladesh news agency stopped them in order to protect the face!wat a shame for us.70% people of our country even does not know what really happened last night but everyone has the right to know about it.
তাহলে কেন এখন বলা হচ্ছে, “দুনিয়া কাঁপানো ৩০ মিনিট”? একটা দীর্ঘ সময়ের ও অস্তিত্ব রক্ষার আন্দোলনকে মাত্র ৩০ মিনিট সময় দিয়ে বেঁধে আজকের কর্পোরেট বুদ্ধিজীবীরা নতুন প্রজন্মকে কী শেখাতে চাইছে।
just some corporate newspapers and corporate houses r playing with our history making profit with it and we even dont know.
Saturday, February 20, 2010
Bangladesh, India: Tipaimukh Dam And Transparency(translated copy)
টিপাইমুখ বাঁধ/টিপাইমুখ জলবিদ্যূৎ প্রকল্পের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের পূর্বের রিপোর্টটি পাঠকদের নিকট সমাদৃত হয়েছে।এই পোস্টটিতে পরিস্থিতির সর্বশেষ আপডেট দেওয়া হল।
আসাদুল হক তার "haque's talking" এ এই বিষয়টি যে এখন সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে তাই তুলে ধরেছেন,
টিপাইমুখ নামের এই মরণফাদঁ এর বিরুদ্ধাবস্থান ইতিমধ্যে ইন্টারনেট এর এই জগৎ এ ছড়িয়ে পরেছে।ফেসবুকে এই প্রজেক্ট এর বিরুদ্ধে ৮০ এর অধিক গ্রুপ খুলা হয়েছে যার মধ্যে রয়েছেঃ
Stop Tipaimukh Dam ::, Protest Against ‘Tipaimukh Dam', Tipaimukh Dam & Fulertal Barrage - Lets Stop India, Stop Tipaimukh Dam, Save Our Bangladesh Tipaimukh Dissemination. এছাড়া সম্পূর্ন নিবেদিত ব্লগও খুলা হয়েছে।
EIA (Environmental Impact Assessment) report হতে প্রথম আলো ব্লগ এর ব্লগার আনন্দময়ী আবিষ্কার করেছেন যে,
নাভিদ বলেছেন,
ভারতীয় হাই কমিশনার এর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশ এর রাজনীতিতে ঝড়ের সৃষ্টি করেছে,একজন সাধারন ব্যক্তির অভিমত।ভারতীয় সাংবাদিক Subir Bhowmik তার ব্লগ এ লিখেছেন,
তথ্য গোপনের ফলে সমগ্র ব্যপারটি আরও জটিল হয়ে উঠছে।তিনি বলেছেন,
দিগন্ত সরকার the new horizons মন্তব্য করেছেন তিনি EIA ও EMP এর রিপোর্ট "এ এমন কিছুই দেখেননি যা দেখে মনে হয় ভারত কিছু লুকাচ্ছে"।এইগুলো অনলাইন এ সহজলভ্য।তিনি এই নিয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন যে,ভুমিকম্প ও অন্যান্য পরিবেশ ঝুঁকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা যথেষ্ট কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এইগুলো কার্যকর হবে কিনা।
জাহিদ তার ৬ পর্বের ধারাবাহিক ব্লগ এর ৫টি পোস্ট প্রকাশ করেছেন।এই সব ব্লগ এ তিনি ব্যারেজ ও ড্যাম এর ক্ষতিকর প্রভাব সর্ম্পকে বলেছেন, যা ভারত বরাবর অস্বীকার করে আসছে,বাংলাদেশ এ জন্য কোন পরিবেশ ঝুঁকির মুখোমুখী হবে না।(Part 1, Part 2, Part 3, Part 4, Part 5)।তিনি বলেছেন,
সম্প্রতি আমাদের ১০ সদস্যের একটি সংসদীয় দল পুরো ব্যাপারটি নিয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছেন।বাংলাদেশের সরকার ভারতীয় কতৃপক্ষকে অনুরোধ করেছে তাদের মত না নিয়ে যাতে এই রুপ কোন কিছু নির্মান শুরু না করে।মুহাম্মদ জমির the dailystar এর একটি মত প্রকাশ করেছেন,
originally written in english by--rezwan
আসাদুল হক তার "haque's talking" এ এই বিষয়টি যে এখন সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে তাই তুলে ধরেছেন,
The Tipaimukh dam issue currently continues to dominate the domain of political, media, intellectual and civil society’s discourse in Bangladesh with a unilateral demand for revocation of India’s decision for the project. Massive public protest in different forms i.e. rallies, protest meetings, strikes and so on against the dam continue to gain momentum in Bangladesh.সচলয়াতন( Sachalayatan) এর জাহিদ লিখেছেন,
বাংলাদেশ আজ একটি ভয়ঙ্কর সমস্যার মুখে পতিত, আমরা এখনো বিষয়টি পরিষ্কার বুঝতে পারছিনা তাই আসল চিন্তা না করে রাজনীতির কাঁদা ছোড়াছুড়ি করে যাচ্ছি। বিষয়টি নিয়ে ব্লগে, সংবাদপত্রে, টিভিতে, জনসভায় আলোচনা হচ্ছে, কুটনৈতিক পর্যায়ে মতানৈক্য চলছে, বিভিন্ন দলের বিশেষজ্ঞদের নাম জানা যাচ্ছে কিন্তু তার পরেও আমরা পনের কোটি মানুষ শান্তিতে ঘুমোচ্ছি। সুনামগঞ্জের হাওড় এলাকার দরিদ্র কৃষকটি, যার সারা বছরের খাবার আর জীবন যাপনের একমাত্র অবলম্বন বোরো ধান, কিংবা দরিদ্র জেলেটি যার খেয়ে পড়ে বেঁচে থাকা নির্ভর করছে বর্ষাকালের হাওড়ের মাছের উপর সেও শান্তিতে ঘুমুচ্ছে কারন সে জানেনা কি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য। ফাঁরাক্কা ব্যারেজের কারনে আমাদের উত্তাল প্রমত্তা পদ্মা আজ যৌবন হারিয়েছে সেই সাথে ধুকে ধুকে মরছে এর শাখানদীগুলো। ১৯৭৪-৭৫ সালে নির্মিত ফাঁরাক্কা ব্যারেজের ফলে ভারতের একচেটিয়া পানি উত্তোলনকে কেন্দ্র করে একটি চুক্তি করতে কুটনৈতিক আলোচনা গড়িয়েছে ২০ বছর, আর এই সুদীর্ঘ সময়ে আমরা হারিয়েছি আমাদের নদীর নাব্যতা, আমাদের ফসলের জমি হারিয়েছে তার উর্বরতা, লবনাক্ততা এসে গ্রাস করেছে আমাদের অহংকার সুন্দরবনকে, ইবনে বতুতার সবুজ বাংলাদেশের উত্তরাঞ্চল পরিনত হয়েছে শুষ্ক মরুভূমিতে।বাংলাদেশ এখন একটি বড় সমস্যায় পতিত যদিও প্রকৃত চিত্র এখনও আমরা পায়নি।ব্যপারটাকে রাজনীতির স্বার্থ হাসিলের জন্যই ব্যবহার করা হচ্ছে যেখানে প্রকৃত ব্যপারটা এখনও কুয়াশাচ্ছন্ন।আমাদের ব্যপারটির সমাধান বের করার জন্য চিন্তা করা উচিত।ইতিমধ্যে সমস্যাটি নিয়ে বিভিন্ন ব্লুগ,সংবাদপত্র এবং র্যালিতে আলোচনা করা হয়েছে।এটাও আমরা শুনতে পাচ্ছি যে, অনেক নতুন বিশেষজ্ঞকেও নিয়োগ দেওয়া হয়েছে।কিন্তু দুঃখের বিষয় আমাদের ১৫ কোটি মানুষের অধিকাংশই এখনো ব্যপারটি সম্পর্কে জানে না।এ ব্যাপারটি নিয়ে তাদের কোন চিন্তাও নেই, নিশ্চিন্তে তারা ঘুমাচ্ছে।সুনামগঞ্জের পাশের গ্রামের সেই কৃষক যার সারা বছরের জীবিকা এবং খাদ্য নির্ভর করে বোরো ধানের ফসলের উপর সে নিজেও জানে না তার জন্য কি অনিশ্চিত ভবিষ্যত অপেক্ষা করছে!সেও ঘুমাচ্ছে কোন চিন্তা ছাড়াই।এককালের প্রবল স্রোতস্বিনী আমাদের পদ্মা ১৯৭৪-৭৫ এর ফারাক্কা নামক ব্যারেজ-এর জন্য আজ মৃতপ্রায়।আর আমাদের বিশ বছর লেগেছে ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পেতে।আর এই সময়ে আমাদের নদীগুলো নাব্যতা হারিয়ে মৃতপ্রায়,সুন্দরবন হয়ে গিয়েছে লবনাক্ত,আমাদের ভুমিগুলো হারিয়েছে উর্বরতা।ইবনে বতুতার সবুজ বাংলাদেশ হয়ে গিয়েছে মরুভুমির ন্যায় রুক্ষ।
টিপাইমুখ নামের এই মরণফাদঁ এর বিরুদ্ধাবস্থান ইতিমধ্যে ইন্টারনেট এর এই জগৎ এ ছড়িয়ে পরেছে।ফেসবুকে এই প্রজেক্ট এর বিরুদ্ধে ৮০ এর অধিক গ্রুপ খুলা হয়েছে যার মধ্যে রয়েছেঃ
Stop Tipaimukh Dam ::, Protest Against ‘Tipaimukh Dam', Tipaimukh Dam & Fulertal Barrage - Lets Stop India, Stop Tipaimukh Dam, Save Our Bangladesh Tipaimukh Dissemination. এছাড়া সম্পূর্ন নিবেদিত ব্লগও খুলা হয়েছে।
EIA (Environmental Impact Assessment) report হতে প্রথম আলো ব্লগ এর ব্লগার আনন্দময়ী আবিষ্কার করেছেন যে,
সবচেয়ে উলেখযোগ্য যে তথ্যটা পেলাম সেটা হলো টিপাইমুখ ড্যাম সাইট থেকে ৯৫ কি.মি. ভাটিতে ফুলেরতালে একটা ব্যারেজ নির্মানের প্রস্তাবনা আছে (যা ভারত সবসময় অস্বীকার করে আসছে)।
নাভিদ বলেছেন,
The Tipaimukh Dam project may not be harmful to us rather useful if it only consists of a Dam. The problem will arise if India makes Fulertal Barrage along with the Dam. The Barrage can really render this great country into a desert.টিপাইমুখ প্রকল্প ক্ষতিকারক হবে না বরং আমাদের জন্য লাভজনক হবে যদি এটি কেবল বাঁধ হয়।কিন্ত সমস্যা হবে যখন ভারত ফুলেরতাল ব্যারেজ বানাবে বাঁধ এর সাথে।ব্যারেজটি আমাদের দেশকে একটি মরুভুমিতে রুপান্তর এর জন্য যথেষ্ট।
ভারতীয় হাই কমিশনার এর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশ এর রাজনীতিতে ঝড়ের সৃষ্টি করেছে,একজন সাধারন ব্যক্তির অভিমত।ভারতীয় সাংবাদিক Subir Bhowmik তার ব্লগ এ লিখেছেন,
তথ্য গোপনের ফলে সমগ্র ব্যপারটি আরও জটিল হয়ে উঠছে।তিনি বলেছেন,
If we leave this aside as normal compulsions of domestic politics in Bangladesh, it still falls on India to take a lower-riparian neighbour like Bangladesh into confidence when we plan such huge projects like Tipaimukh.আমরা যদি ব্যপারটিকে ছেড়েও দি বাংলাদেশ এর রাজনীতির সাধারন ব্যপার বলে তা তবুও ভারতের উপর এ দায় বর্তায় বাংলাদেশ এর মত একটি ছোট দেশকে তার কনফিডেন্স এ নিতে,যখন টিপাইমুখ এর মত বড় প্রজেক্ট আমরা প্ল্যান করি।
দিগন্ত সরকার the new horizons মন্তব্য করেছেন তিনি EIA ও EMP এর রিপোর্ট "এ এমন কিছুই দেখেননি যা দেখে মনে হয় ভারত কিছু লুকাচ্ছে"।এইগুলো অনলাইন এ সহজলভ্য।তিনি এই নিয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন যে,ভুমিকম্প ও অন্যান্য পরিবেশ ঝুঁকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা যথেষ্ট কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এইগুলো কার্যকর হবে কিনা।
জাহিদ তার ৬ পর্বের ধারাবাহিক ব্লগ এর ৫টি পোস্ট প্রকাশ করেছেন।এই সব ব্লগ এ তিনি ব্যারেজ ও ড্যাম এর ক্ষতিকর প্রভাব সর্ম্পকে বলেছেন, যা ভারত বরাবর অস্বীকার করে আসছে,বাংলাদেশ এ জন্য কোন পরিবেশ ঝুঁকির মুখোমুখী হবে না।(Part 1, Part 2, Part 3, Part 4, Part 5)।তিনি বলেছেন,
একজন সাধারণ মানুষও যেখানে জানে যে বাঁধের কিছু না কিছু প্রভাব উজান ভাটিতে থাকে সেখানে একটি বিলিয়ন ডলারের প্রকল্পের Environmental Impact assessment (EIA) এ এর ভাটি অঞ্চলকে প্রায় সম্পূর্ণ ভাবে উপেক্ষা করা কতটা যুক্তিযুক্ত ?ভারতীয় ব্লগার বিপ্লব পাল এর মতে,
জিতেন ইয়ামনাম intercultural resources মত প্রকাশ করেছেন,এই প্রকল্প ভারতের মনিপুর রাজ্যে আন্দোলন এর জন্ম দিতে পারে।বিদ্যুত অবশ্যই চাই। ভারত এখন শিল্পোন্নত দেশ-সেখানে ঘন্টায় ৪-১০ ঘন্টা গড়ে লোডশেডিং নিশ্চয় কাম্য না। কিন্ত সেটা হিমালয়ের জল সম্পদকে লুন্ঠন করে কোটি কোটি মানুষের জীবিকাকে ধ্বংশ করে কেও নিশ্চয় চাইবে না ।
টিপাইমুখ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। হিমালয়ের বুকে এই রকম আরো ১০০ টী জলবিদ্যুত কেন্দ্র তৈরী করার পরিকল্পনা চলছে। আফটার অল, যত বেশী বাঁধ তত বেশী ঠিকাদারি। পকেট ভরবে রাজনীতিবিদদের। দুদিকে লাভ। অর্থাগম ভোটাগম। মাশুল গুনবে ভারত -বাংলাদেশের সাধারন মানুষ।যাদের অধিকাংশই আদিবাসি। নদীই একমাত্র জীবিকা কেন্দ্র।
India should refrain from constructing Tipaimukh dam to avoid multidimensional conflicts and complications as the project is potentially rife for causing conflicts between states, between state and indigenous peoples and between indigenous peoples all over control and management of resources and definition of developmental priorities. As Manipur is already rife with movements for right to self determination, any forced construction of Tipaimukh dam with its multifaceted impacts will only legitimize their movement to defend their land and resources.ভারতের টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসা উচিত।কারন এর ফলে যে বহুমুখী সমস্যা ও সংঘর্ষের জন্ম দিবে,রাজ্য,রাজ্য ও আদিবাসীদের মধ্যে,আদিবাসীদের হাতে সমস্ত উন্নয়ন কার্য ও সম্পদ নিয়ন্ত্রন ও পরিচালনার দায়িত্ব।এখন মনিপুর যেহেতু বিভিন্ন সমস্যা ও আন্দোলন এ জর্জরিত নিজের দাবি আদায়ের লক্ষ্যে,টিপাইমুখ বাঁধ নির্মানের সিদ্বান্ত সমগ্র আন্দোলনের পালে হাওয়া দেওয়ার মত এবং তাদের ভুমি ও সম্পদ রক্ষার আন্দোলন কে স্বীকৃতি দেওয়ার শামিল।
সম্প্রতি আমাদের ১০ সদস্যের একটি সংসদীয় দল পুরো ব্যাপারটি নিয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছেন।বাংলাদেশের সরকার ভারতীয় কতৃপক্ষকে অনুরোধ করেছে তাদের মত না নিয়ে যাতে এই রুপ কোন কিছু নির্মান শুরু না করে।মুহাম্মদ জমির the dailystar এর একটি মত প্রকাশ করেছেন,
What is required today is transparency and political will. One hopes that the visit of our Parliamentary delegation will be followed not only by intensive discussion on the basis of shared data between relevant experts from both countries but also meetings between the two political leaderships. An acceptable equation has to be reached between sovereign rights and national interests.এখন যা দরকার তা হচ্ছে স্বচ্ছতা এবং রাজনৈতিক সদিচ্ছা।বিশ্বাস এই যে আমাদের সংসদীয় দলের সফর এর পর দুই পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকবে এবং উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে তথ্য আদান প্রদান হবে,এ ছাড়াও উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও আলোচনা হবে।সকলের কাছে গ্রহনযোগ্য এইরুপ একটি সমাধান সকলের কাম্য,যেখানে উভয়ের স্বার্থ সংরক্ষিত হবে এবং সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।
originally written in english by--rezwan
Friday, February 19, 2010
my new USB
just bought a sandisk cruzer U3 last nyt..i was just impressed wid it...havin a buit in u3 software....and a gr8 deal of softwarez built in lyk firefox,thunderbird....winamp...mcafee and bla bla....so u cn use it in any pc....wherever u r ...dnt nd to install firefox or thunderbird...handy in cybercafes of KSA where there is still ie 6!try this thing...hope u will lyk it ...
Wednesday, February 17, 2010
prblem no.......
আমার থেকে যা দেখছি just প্রব্লেম এই পড়ছি।আজকে সকালে আমার জিমেল এ ঢুকতে যাব বলছে তোমার acc e suspicious activity চলেছিল তাই ডি এক্ট করে দেয়া হয়েছে।r finally তাই পাস change করতে হল।এই নিয়ে আমার জিমেল লাস্ট ৩ মাসে ৫ বার করলাম।আমি তো ordinary একটা ছেলে আমার acc hack kore লাভই নাই!এইটা এখন তিন নং প্রব!
Labels:
gmail,
password chnge,
prblem,
rine diary
Tuesday, February 16, 2010
funny summary(bangla)
প্রশ্নঃ সারমর্ম লিখ "আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই"। উত্তরঃ কবি এখানে একটি সমসাময়িক ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন, আমরা জানি ছেলে মেয়েতে পরষ্পর ফুলের মালা পরিধান করা বিবাহের প্রতিক।কবি এখানে "পালিয়ে বিয়ে করা" বিষয় কে উৎসাহিত করেছেন। এধরনের বিয়েতে দম্পতি প্রথমেই সহজে শ্বশুর বাড়ীতে উ...ঠতে পারেনা। তাই কবি তদেরকে সরাসরি মামার বাড়িতে উঠতে উপদেশ দিয়েছেন।
via shahee mirza
via shahee mirza
Wednesday, February 10, 2010
afghanistan wins...again
Afghanistan 131 for 7 (Noor Ali 42, Coetzer 3-25) beat Scotland 117 for 9 (McCallum 38, Hassan 3-32) by 14 runs
Scorecard
Scorecard
Afghanistan continued their seemingly inexorable march to the World Twenty20 with a 14-run win over Scotland at Sheikh Zayed Stadium in Abu Dhabi. Noor Ali's blistering 42, when wickets were falling around him, provided the early impetus in Afghanistan's 131 for 7 and Shapoor Zadran's remarkable bowling - he conceded just eight runs in four overs - held Scotland at bay to ensure Afghanistan's passage into the Super Fours.
Scotland's decision to field this morning appeared to have paid dividends when Gordon Drummond picked up Karim Sadiq and Shafiqullah in his first over, but Ali was unperturbed and crashed four fours and a six in his 42. With his partner striking the ball so cleanly, Mohammad Shahzad could afford to play a more sedate innings. His 30 contained just a single boundary, but he rotated the strike well in the 71-run partnership.
Kyle Coetzer grabbed three quick wickets - including the hero of yesterday's game, Mohammad Nabi, first ball - to peg Afghanistan back, and when Samiullah Shenwari picked out Gavin Hamilton off Jan Stander in the 19th over, Afghanistan were struggling at 116 for 7. But a late surge from Raees Ahmadzai and Mirwais Ashraf took the score past 130 and gave Afghanistan's bowlers a decent total to defend.
Scotland would have been hoping for a positive start to their chase, but Navdeep Poonia fell second ball to Ashraf, and Zadran proved almost impossible to get away in his opening spell. When Kyle Coetzer's painful innings ended on the first ball of the fifth over, he had struggled to two from 15 balls. Hamilton and Neil McCallum clawed their way back with a 66-run partnership for the third wicket, but when they were both dismissed in consecutive balls, Afghanistan had found their opening.
Hamid Hassan bowled Jan Stander and Fraser Watts, and when Drummond and Simon Smith fell to Mohammad Nabi in the penultimate over, Scotland's hopes were extinguished. Hassan shattered Majid Haq's stumps with the last ball of the innings to seal an emphatic victory, sending Scotland crashing out of contention and Afghanistan through to the next round.
Labels:
afghanistan,
cricket,
south asia cricket
Tuesday, February 9, 2010
hmm oldies we r really wonders
may b upcoming days r goin 2 b nyc,it is ma guess,cz u r goin 2 b wid me ,
anyways in da morning i woke up thn just opened ma fb and i found some of old pic taken may b @ 1993-94 SOMething lyk dat....just awesome thnks to ma sis in bd...
http://www.facebook.com/photo.php?pid=11066660&id=590470857
ok ok got nothing to write now..i dnt lyk writing lyk this u guys know well,
anyways i was listening to a song called tum mile by shafqat amanat ali since tomorro...alrdy 60 :P
anyways in da morning i woke up thn just opened ma fb and i found some of old pic taken may b @ 1993-94 SOMething lyk dat....just awesome thnks to ma sis in bd...
http://www.facebook.com/photo.php?pid=11066660&id=590470857
ok ok got nothing to write now..i dnt lyk writing lyk this u guys know well,
anyways i was listening to a song called tum mile by shafqat amanat ali since tomorro...alrdy 60 :P
Sunday, February 7, 2010
the new facebook
the new facebook...i was excited wen i 1st saw it... cz that was something awesome in look....but after using just 1 day i m fed up...cz there is prblem with da latest news...sometimes it does updates in realtime bt not always.....and it has become complicated wen u try to use apps in some ways...bt the pluspoint is da msg and notification system new.....and i will mark it 6 of 10 if i m asked too!!
Saturday, January 30, 2010
ipod,iphone now its ipad
so its IPAD.not a smartphn not a laptop.something more than a smartphone.IPAD is da 3rd generation device 4m Apple.after success of Ipod and IPhone.some say its a big version of a iphn.ipad is slim and just 1.5 pound weight.will b available in 16 gb,32 gb and 80 gb versions.the price will start 4m 499$.a kick in kindle's a** for sure.cz it has got wifi,ibooks,itunes,safari for browsing,built in email program,touchscreen,built in touch screen keyboard and so so so ...................waitin eagerly for da official showroom rlz.
Thursday, January 28, 2010
RaTeD-R interactiVe
i have a plan 4m my clg lifr to make a IT farm of my own.seems the dream will come true with in nxt 5-6 yrz.i hv alrdy found the name
Rated-R interactive.
motto:where ur dream begins
expertise :web application developers,web develepers,remote maintenence service and interactive apps developer.
its still a dream cz i dnt hv da knowledge of web world yet.bt wen i wil hv ready erything may b it will come true.
i hv designed the logo although
Rated-R interactive.
motto:where ur dream begins
expertise :web application developers,web develepers,remote maintenence service and interactive apps developer.
its still a dream cz i dnt hv da knowledge of web world yet.bt wen i wil hv ready erything may b it will come true.
i hv designed the logo although
a busy day
i use to wake up normally @ 7-8 am bt today was diff.i wake up @12!!the prb was dat i was watchin avatar last nyt.although just saw half.in da morning wake up late missed alot of thingz.was about to write a article abt IPAD(not written even now!).missed a msg,conversations and farmville harvesting lolz.farmville has become quite addictive now:P instead of working with ma current project demo i m spendin tym there wat a joke.although still in level 16 most of my friends r alrdy passed 20 mark and goin 4 40.ok where was i?hmm thn after washing ma hands ,face logged in by switchin ma wifi adaptar,tried to install gos with vmware bt gos is gos just tk too much tym so later abandoned it.had a search in web for fireworks cs4 cracked portable for win 7 .got 1 dl it abt 130 mb.thn wen ttried to run it cant make it run shows error.thn kazi had a msg on fb asking for majorgeeks website.he forgot da name again!thn got some personal msg 4m a frnd read them.thn had a ch8 wid some old frndz and also a new friend.and now i m writing this may after this will log off or work on ma demo.
Labels:
daily life,
facebook,
farmville,
rine diary,
rinelipi
Wednesday, January 27, 2010
WYZO-the firefox alternative!
WyzO..... the name seems a bit weird bt it is not da name dat makes it something diff from others.wyzo is a brother like or wat u say a open source browser based on gecko engine by mozilla.which is used in firefox 3.6 and other mozilla based browsers.here r da main features of wyzo:
Supercharged Downloads
Your downloads just got quicker! Wyzo incorporates multi-source downloading wherever possible to significantly accelerate your web downloads - supercharge those downloads!
Brand New Theme
More and more applications are using the browser, so we've given our theme an overhaul to provide a better user experience. The light nature of the theme makes it easier on the eyes!
BitTorrent Integration
Downloading BitTorrent files has never been easier - Wyzo lets you browse and download torrents right from within your surfing environment - thats right, no other software required!
Quick Switch Tabs
Quick switching makes it that much easier for you to switch between your active tabs. Now, simply pressing Ctrl+Tab presents you with a highly visual, intuitive tab switching format.
CoolIris - Cinematic Web
Transform your browser into a lightning fast, cinematic way to discover the web. Watch your favorite movies, TV shows, YouTube and music videos right within your web browser!
Improved Security
The new Wyzo supports a more secure browsing environment. With more emphasises being placed on trust and security on the Internet, Wyzo provides a safe, secure browsing environment.
ups:
based on firefox bt beats firefox in some fields lyk a big brother
fast enough
faster than firefox
supports 90% of firefox add-ons
downs:
doesnot support IDM,download express plus and some other dl managers
the only one i saw is firedownload builtin wid da browser
users of win 7 may suffer a bit .
download here
here is my wyzo screenshot:
Supercharged Downloads
Your downloads just got quicker! Wyzo incorporates multi-source downloading wherever possible to significantly accelerate your web downloads - supercharge those downloads!
Brand New Theme
More and more applications are using the browser, so we've given our theme an overhaul to provide a better user experience. The light nature of the theme makes it easier on the eyes!
BitTorrent Integration
Downloading BitTorrent files has never been easier - Wyzo lets you browse and download torrents right from within your surfing environment - thats right, no other software required!
Quick Switch Tabs
Quick switching makes it that much easier for you to switch between your active tabs. Now, simply pressing Ctrl+Tab presents you with a highly visual, intuitive tab switching format.
CoolIris - Cinematic Web
Transform your browser into a lightning fast, cinematic way to discover the web. Watch your favorite movies, TV shows, YouTube and music videos right within your web browser!
Improved Security
The new Wyzo supports a more secure browsing environment. With more emphasises being placed on trust and security on the Internet, Wyzo provides a safe, secure browsing environment.
ups:
based on firefox bt beats firefox in some fields lyk a big brother
fast enough
faster than firefox
supports 90% of firefox add-ons
downs:
doesnot support IDM,download express plus and some other dl managers
the only one i saw is firedownload builtin wid da browser
users of win 7 may suffer a bit .
download here
here is my wyzo screenshot:
Tuesday, January 26, 2010
ram-ddr3
Random Accress Memory বা RAM সম্পর্কে আমাদের সবাই কম বেশী ধারণা আছে। প্রচলিত মাদারবোর্ডে স্যানক্রোনাইজ ডাউনামিক বা এসডি RAM-এ এবং ডাবল ডাটা রেট বা ডিডিআর RAM ব্যবহার হয়ে আসছিল। সমপ্রতি বাজারে আসা নতুন নতুন মডেলের মাদারবোর্ডে ডিডিআর২ এর ব্যবহার শুরু হয়েছে। একটি মাদারবোর্ডে একাধিক রকমের RAM সমর্থন করে না, ফলে মাদারবোর্ডে ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন RAM ব্যবহার করতে হয়। ফলে পুরাতন মাদারবোর্ডে নতুন ধারার RAM ব্যবহার করা সম্ভব নয়। গতি এই যুগে শিগগিরই আসবে ডিডিআর৩ RAM। মেমোরি স্টেন্ডার্ড এসোসিয়েশন JEDEC নতুন এই RAM-এর অনুমোদন দিয়েছে যা এসডি RAM'র স্টেন্ডার্ডে তৈরী হবে। তবে নতুন এই RAM কত ভোল্ট পাওয়ার লাগবে তা জানা যায়নি। বর্তমানে ব্যবহৃত এসডি RAM-এ ১.৫ ভোল্ট, ডিডিআর১ RAM-এ ১.৮ ভোল্ট, ডিডিআর২ RAM-এ ২.৫ ভোল্টের প্রয়োজন হয়। ডিডিআর১ র্যামে ২ বিট বাফার ব্যবহৃত হয় যেখানে ডিডিআর২ RAM-এ ব্যবহৃত হয় ৪ বিট এবং ডিডিআর৩ RAM-এ ব্যবহৃত হবে ৮ বিট। ফলে ডিডিআর১ থেকে ডিডিআর২ এর মেমোরি সেল স্পিড হচ্ছে দ্বিগুণ এবং ডিডিআর৩ এর মেমোরি সেল স্পিড হবে চারগুণ হবে। ডিডিআর৩ -তে রয়েছে ৮০০ থেকে ১৬০০ এমটি/এস (মিলিয়ন ট্রান্সফার পার সেকেন্ড)। ডিডিআর৩ হবে ৫১২ মেগাবাইট থেকে ৮ গিগাবাইট পর্যন্ত। RAM বা মেমোরি স্টেন্ডার্ড এসোসিয়েশন এবং অনান্য বিয়য়ে বিস্তারিত তথ্যে
Labels:
ddr3,
latest ram technologies,
memorychip,
ram,
random access memory,
sd ram
firefox tweaks
firefox is da most common browser available.(current version 3.6)
u can use modify it,tweak it for using fast,chnge da look ,status bar and so on.
firefox add ons does support some themes
but if u want some cool theme thn there is the following web
click here
ok nxt u may want to chnge the tabs the way they look .selectin multiple tabs at once and browsing faster.
for doin this things u will need some addons.
ok here is a look of my present firefox being modified.
u will this addons
strata40
apptabs
download status bar
tabprogess bar
omni bar
tabmix plus
chk this link for this things
if u cant find any thn search in addons.mozilla.org
click here
ok now the most important thing fast ur browser
for this u will need fastest fox add on search it and install it
by the way always clr ur cache in ery single week for getting da best from firefox.
now styling famous webpages;
now u can chnge da css for famous sites lyk google ,yh,facebook,youtube,ilike,myspace
for this u will need the add on stylish
install it thn click the s icon and see da game begins:D
u can use modify it,tweak it for using fast,chnge da look ,status bar and so on.
firefox add ons does support some themes
but if u want some cool theme thn there is the following web
click here
ok nxt u may want to chnge the tabs the way they look .selectin multiple tabs at once and browsing faster.
for doin this things u will need some addons.
ok here is a look of my present firefox being modified.
u will this addons
strata40
apptabs
download status bar
tabprogess bar
omni bar
tabmix plus
chk this link for this things
if u cant find any thn search in addons.mozilla.org
click here
ok now the most important thing fast ur browser
for this u will need fastest fox add on search it and install it
by the way always clr ur cache in ery single week for getting da best from firefox.
now styling famous webpages;
now u can chnge da css for famous sites lyk google ,yh,facebook,youtube,ilike,myspace
for this u will need the add on stylish
install it thn click the s icon and see da game begins:D
Tuesday, January 5, 2010
save a life
A champion is someone,who get's up...even when he knows he can't"-this is BONNY's favorite quote. FOR ONCE WE SEEK ALL YOUR HELP TO MAKE OUR CHAMPION BE ADORNED WITH THE TROPHY OF HER LIFE!!!
This is a story of an independent dreamer who used to dream of a life full of laugher and love. A young girl who never fears to take up challenges of turning the impossible into reality. A talented poet, who makes her surrounding smile with her colors and joy. But now she has to fight for her smile, for her dreams, for her life, fight to stand on her own feet.
She's no celebrity, no supermodel, neither a rockstar.....she is just our reflection who Loves to smile, and live life to its fullest.
Sharmin Quazi Bonny is a very bright student of The Department of Life Sciences and was about to complete her 3rd semester at NSU.
She has been suffering for long five years with 28 medical complains.63 medicines are her only weapons to fight against couple of rare diseases.
She needs approximately $58,000 just to start her treatment, needs a huge financial backup for her lifetime medical support.
To raise this huge amount of money we stand beside our friend in her battle of life because we cannot let humanity to be overthrown by malice of the world, we cannot let her go in this way who has remind us how to win the pain.This is an invitation to those who still feel a kind heart behind this hard-hitting world to motivate this warrior to win her battle again, this dreamer to dream again.
This group aims to save that soul!
Save BONNY, save your soul.
She always told us to see her beyond her limitations. I think now it is time for us to do exactly that. It is simply heartbreaking to see such a lively, jolly and spirited human fall so miserably and we simply cannot accept that! We need to fight for her the way she had fought with her fate all her life. With all the love and spirit she has spread in the world, she deserves to live and it’s up to us to make that happen….
WILL YOU GUYS BE WITH US TO BRING BACK OUR FREIND AMONG US??
-----------------------------------------------------------------
Type Bonny and SMS to 2777 to send money to Bonny
------------------------------------------------------------------
Any donation as a LOVE-OFFER can be deposited at the following account:
Online Donation from Home and Abroad:
For Paypal Donation, or Donation through VISA / Mastercard / AmericanExpress/ your Bank Online, Donate through:
http://www.bonny-awarrior.org/
------------------------------------------------------------------
You can also Donate to the following Bank Accounts:
NAME:Sharmin Quazi Bonny
Acc No:108.101.93610
Dutch-Bangla Bank Limited(Shantinagar Branch)
Swift Code for DBBL: DBBLBDDHXXX
NAME:Sharmin Quazi Bonny
Acc No:34086626
Agroni Bank(Shantinagar Branch)
------------------------------------------------------------------
BONNY's Background:
SSC(2004):VIQARUNNISA NOON SCHOOL(Main day);
HSC(2006):VIQARUNNISA NOON COLLEGE(Science)
This is a story of an independent dreamer who used to dream of a life full of laugher and love. A young girl who never fears to take up challenges of turning the impossible into reality. A talented poet, who makes her surrounding smile with her colors and joy. But now she has to fight for her smile, for her dreams, for her life, fight to stand on her own feet.
She's no celebrity, no supermodel, neither a rockstar.....she is just our reflection who Loves to smile, and live life to its fullest.
Sharmin Quazi Bonny is a very bright student of The Department of Life Sciences and was about to complete her 3rd semester at NSU.
She has been suffering for long five years with 28 medical complains.63 medicines are her only weapons to fight against couple of rare diseases.
She needs approximately $58,000 just to start her treatment, needs a huge financial backup for her lifetime medical support.
To raise this huge amount of money we stand beside our friend in her battle of life because we cannot let humanity to be overthrown by malice of the world, we cannot let her go in this way who has remind us how to win the pain.This is an invitation to those who still feel a kind heart behind this hard-hitting world to motivate this warrior to win her battle again, this dreamer to dream again.
This group aims to save that soul!
Save BONNY, save your soul.
She always told us to see her beyond her limitations. I think now it is time for us to do exactly that. It is simply heartbreaking to see such a lively, jolly and spirited human fall so miserably and we simply cannot accept that! We need to fight for her the way she had fought with her fate all her life. With all the love and spirit she has spread in the world, she deserves to live and it’s up to us to make that happen….
WILL YOU GUYS BE WITH US TO BRING BACK OUR FREIND AMONG US??
-----------------------------------------------------------------
Type Bonny and SMS to 2777 to send money to Bonny
------------------------------------------------------------------
Any donation as a LOVE-OFFER can be deposited at the following account:
Online Donation from Home and Abroad:
For Paypal Donation, or Donation through VISA / Mastercard / AmericanExpress/ your Bank Online, Donate through:
http://www.bonny-awarrior.org/
------------------------------------------------------------------
You can also Donate to the following Bank Accounts:
NAME:Sharmin Quazi Bonny
Acc No:108.101.93610
Dutch-Bangla Bank Limited(Shantinagar Branch)
Swift Code for DBBL: DBBLBDDHXXX
NAME:Sharmin Quazi Bonny
Acc No:34086626
Agroni Bank(Shantinagar Branch)
------------------------------------------------------------------
BONNY's Background:
SSC(2004):VIQARUNNISA NOON SCHOOL(Main day);
HSC(2006):VIQARUNNISA NOON COLLEGE(Science)
Friday, January 1, 2010
happy new year
end of another borin year.start of a new year.hope this year will b different from the previous ones.may b i will become successfull what i want 2 b.being da no.1!
Subscribe to:
Posts (Atom)