Saturday, February 20, 2010

Bangladesh, India: Tipaimukh Dam And Transparency(translated copy)

টিপাইমুখ বাঁধ/টিপাইমুখ জলবিদ্যূৎ প্রকল্পের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের পূর্বের রিপোর্টটি পাঠকদের নিকট সমাদৃত হয়েছে।এই পোস্টটিতে  পরিস্থিতির সর্বশেষ আপডেট দেওয়া হল।
আসাদুল হক তার "haque's talking" এ এই বিষয়টি যে এখন সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে তাই তুলে ধরেছেন,
The Tipaimukh dam issue currently continues to dominate the domain of political, media, intellectual and civil society’s discourse in Bangladesh with a unilateral demand for revocation of India’s decision for the project. Massive public protest in different forms i.e. rallies, protest meetings, strikes and so on against the dam continue to gain momentum in Bangladesh.
সচলয়াতন( Sachalayatan) এর জাহিদ লিখেছেন,

বাংলাদেশ আজ একটি ভয়ঙ্কর সমস্যার মুখে পতিত, আমরা এখনো বিষয়টি পরিষ্কার বুঝতে পারছিনা তাই আসল চিন্তা না করে রাজনীতির কাঁদা ছোড়াছুড়ি করে যাচ্ছি। বিষয়টি নিয়ে ব্লগে, সংবাদপত্রে, টিভিতে, জনসভায় আলোচনা হচ্ছে, কুটনৈতিক পর্যায়ে মতানৈক্য চলছে, বিভিন্ন দলের বিশেষজ্ঞদের নাম জানা যাচ্ছে কিন্তু তার পরেও আমরা পনের কোটি মানুষ শান্তিতে ঘুমোচ্ছি। সুনামগঞ্জের হাওড় এলাকার দরিদ্র কৃষকটি, যার সারা বছরের খাবার আর জীবন যাপনের একমাত্র অবলম্বন বোরো ধান, কিংবা দরিদ্র জেলেটি যার খেয়ে পড়ে বেঁচে থাকা নির্ভর করছে বর্ষাকালের হাওড়ের মাছের উপর সেও শান্তিতে ঘুমুচ্ছে কারন সে জানেনা কি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য। ফাঁরাক্কা ব্যারেজের কারনে আমাদের উত্তাল প্রমত্তা পদ্মা আজ যৌবন হারিয়েছে সেই সাথে ধুকে ধুকে মরছে এর শাখানদীগুলো। ১৯৭৪-৭৫ সালে নির্মিত ফাঁরাক্কা ব্যারেজের ফলে ভারতের একচেটিয়া পানি উত্তোলনকে কেন্দ্র করে একটি চুক্তি করতে কুটনৈতিক আলোচনা গড়িয়েছে ২০ বছর, আর এই সুদীর্ঘ সময়ে আমরা হারিয়েছি আমাদের নদীর নাব্যতা, আমাদের ফসলের জমি হারিয়েছে তার উর্বরতা, লবনাক্ততা এসে গ্রাস করেছে আমাদের অহংকার সুন্দরবনকে, ইবনে বতুতার সবুজ বাংলাদেশের উত্তরাঞ্চল পরিনত হয়েছে শুষ্ক মরুভূমিতে।  
বাংলাদেশ এখন একটি বড় সমস্যায় পতিত যদিও প্রকৃত চিত্র এখনও আমরা পায়নি।ব্যপারটাকে রাজনীতির স্বার্থ হাসিলের জন্যই ব্যবহার করা হচ্ছে যেখানে প্রকৃত ব্যপারটা এখনও কুয়াশাচ্ছন্ন।আমাদের ব্যপারটির সমাধান বের করার জন্য চিন্তা করা উচিত।ইতিমধ্যে সমস্যাটি নিয়ে বিভিন্ন ব্লুগ,সংবাদপত্র এবং র‌্যালিতে আলোচনা করা হয়েছে।এটাও আমরা শুনতে পাচ্ছি যে, অনেক নতুন বিশেষজ্ঞকেও নিয়োগ দেওয়া হয়েছে।কিন্তু দুঃখের বিষয় আমাদের ১৫ কোটি মানুষের অধিকাংশই এখনো ব্যপারটি সম্পর্কে জানে না।এ ব্যাপারটি নিয়ে তাদের কোন চিন্তাও নেই, নিশ্চিন্তে তারা ঘুমাচ্ছে।সুনামগঞ্জের পাশের গ্রামের সেই কৃষক যার সারা বছরের জীবিকা এবং খাদ্য নির্ভর করে বোরো ধানের ফসলের উপর সে নিজেও জানে না তার জন্য কি অনিশ্চিত ভবিষ্যত অপেক্ষা করছে!সেও ঘুমাচ্ছে কোন চিন্তা ছাড়াই।এককালের প্রবল স্রোতস্বিনী আমাদের পদ্মা ১৯৭৪-৭৫ এর ফারাক্কা নামক ব্যারেজ-এর জন্য আজ মৃতপ্রায়।আর আমাদের বিশ বছর লেগেছে ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পেতে।আর এই সময়ে আমাদের নদীগুলো নাব্যতা হারিয়ে মৃতপ্রায়,সুন্দরবন হয়ে গিয়েছে লবনাক্ত,আমাদের ভুমিগুলো হারিয়েছে উর্বরতা।ইবনে বতুতার সবুজ বাংলাদেশ হয়ে গিয়েছে মরুভুমির ন্যায় রুক্ষ।
টিপাইমুখ নামের এই মরণফাদঁ এর বিরুদ্ধাবস্থান ইতিমধ্যে ইন্টারনেট এর এই জগৎ এ ছড়িয়ে পরেছে।ফেসবুকে এই প্রজেক্ট এর বিরুদ্ধে ৮০ এর অধিক গ্রুপ খুলা হয়েছে যার মধ্যে রয়েছেঃ
Stop Tipaimukh Dam ::, Protest Against ‘Tipaimukh Dam', Tipaimukh Dam & Fulertal Barrage - Lets Stop India, Stop Tipaimukh Dam, Save Our Bangladesh Tipaimukh Dissemination. এছাড়া সম্পূর্ন নিবেদিত ব্লগও খুলা হয়েছে
EIA (Environmental Impact Assessment) report হতে প্রথম আলো ব্লগ এর ব্লগার আনন্দময়ী আবিষ্কার করেছেন যে,
সবচেয়ে উলেখযোগ্য যে তথ্যটা পেলাম সেটা হলো টিপাইমুখ ড্যাম সাইট থেকে ৯৫ কি.মি. ভাটিতে ফুলেরতালে একটা ব্যারেজ নির্মানের প্রস্তাবনা আছে (যা ভারত সবসময় অস্বীকার করে আসছে)।

নাভিদ বলেছেন,
The Tipaimukh Dam project may not be harmful to us rather useful if it only consists of a Dam. The problem will arise if India makes Fulertal Barrage along with the Dam. The Barrage can really render this great country into a desert.
টিপাইমুখ প্রকল্প ক্ষতিকারক হবে না বরং আমাদের জন্য লাভজনক হবে যদি এটি কেবল বাঁধ হয়।কিন্ত সমস্যা হবে যখন ভারত ফুলেরতাল ব্যারেজ বানাবে বাঁধ  এর সাথে।ব্যারেজটি আমাদের দেশকে একটি মরুভুমিতে রুপান্তর এর জন্য যথেষ্ট।
ভারতীয় হাই কমিশনার এর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশ এর রাজনীতিতে ঝড়ের সৃষ্টি করেছে,একজন সাধারন ব্যক্তির অভিমত।ভারতীয় সাংবাদিক Subir Bhowmik তার ব্লগ এ লিখেছেন,
তথ্য গোপনের ফলে সমগ্র ব্যপারটি আরও জটিল হয়ে উঠছে।তিনি বলেছেন,
If we leave this aside as normal compulsions of domestic politics in Bangladesh, it still falls on India to take a lower-riparian neighbour like Bangladesh into confidence when we plan such huge projects like Tipaimukh.
আমরা যদি ব্যপারটিকে ছেড়েও দি বাংলাদেশ এর রাজনীতির সাধারন ব্যপার বলে তা তবুও ভারতের উপর এ দায় বর্তায় বাংলাদেশ এর মত একটি ছোট দেশকে তার কনফিডেন্স এ নিতে,যখন টিপাইমুখ এর মত বড় প্রজেক্ট আমরা প্ল্যান করি।
দিগন্ত সরকার  the new horizons মন্তব্য করেছেন তিনি EIA ও EMP এর রিপোর্ট "এ এমন কিছুই দেখেননি যা দেখে মনে হয় ভারত কিছু লুকাচ্ছে"।এইগুলো অনলাইন এ সহজলভ্য।তিনি এই নিয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন যে,ভুমিকম্প ও অন্যান্য পরিবেশ ঝুঁকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা যথেষ্ট কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এইগুলো কার্যকর হবে কিনা।
জাহিদ তার ৬ পর্বের ধারাবাহিক ব্লগ এর ৫টি পোস্ট প্রকাশ করেছেন।এই সব ব্লগ এ তিনি ব্যারেজ ও ড্যাম এর ক্ষতিকর প্রভাব সর্ম্পকে বলেছেন, যা ভারত বরাবর অস্বীকার করে আসছে,বাংলাদেশ এ জন্য কোন পরিবেশ ঝুঁকির মুখোমুখী হবে না।(Part 1, Part 2, Part 3, Part 4, Part 5)।তিনি বলেছেন,
একজন সাধারণ মানুষও যেখানে জানে যে বাঁধের কিছু না কিছু প্রভাব উজান ভাটিতে থাকে সেখানে একটি বিলিয়ন ডলারের প্রকল্পের Environmental Impact assessment (EIA) এ এর ভাটি অঞ্চলকে প্রায় সম্পূর্ণ ভাবে উপেক্ষা করা কতটা যুক্তিযুক্ত ?
ভারতীয় ব্লগার বিপ্লব পাল এর মতে,

বিদ্যুত অবশ্যই চাই। ভারত এখন শিল্পোন্নত দেশ-সেখানে ঘন্টায় ৪-১০ ঘন্টা গড়ে লোডশেডিং নিশ্চয় কাম্য না। কিন্ত সেটা হিমালয়ের জল সম্পদকে লুন্ঠন করে কোটি কোটি মানুষের জীবিকাকে ধ্বংশ করে কেও নিশ্চয় চাইবে না ।
টিপাইমুখ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। হিমালয়ের বুকে এই রকম আরো ১০০ টী জলবিদ্যুত কেন্দ্র তৈরী করার পরিকল্পনা চলছে। আফটার অল, যত বেশী বাঁধ তত বেশী ঠিকাদারি। পকেট ভরবে রাজনীতিবিদদের। দুদিকে লাভ। অর্থাগম ভোটাগম। মাশুল গুনবে ভারত -বাংলাদেশের সাধারন মানুষ।যাদের অধিকাংশই আদিবাসি। নদীই একমাত্র জীবিকা কেন্দ্র।
জিতেন ইয়ামনাম intercultural resources মত প্রকাশ করেছেন,এই প্রকল্প ভারতের মনিপুর রাজ্যে আন্দোলন এর জন্ম দিতে পারে।
India should refrain from constructing Tipaimukh dam to avoid multidimensional conflicts and complications as the project is potentially rife for causing conflicts between states, between state and indigenous peoples and between indigenous peoples all over control and management of resources and definition of developmental priorities. As Manipur is already rife with movements for right to self determination, any forced construction of Tipaimukh dam with its multifaceted impacts will only legitimize their movement to defend their land and resources.
ভারতের টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসা উচিত।কারন এর ফলে যে বহুমুখী সমস্যা ও সংঘর্ষের জন্ম দিবে,রাজ্য,রাজ্য ও আদিবাসীদের মধ্যে,আদিবাসীদের হাতে সমস্ত উন্নয়ন কার্য ও সম্পদ নিয়ন্ত্রন ও পরিচালনার দায়িত্ব।এখন মনিপুর যেহেতু বিভিন্ন সমস্যা ও আন্দোলন এ জর্জরিত নিজের দাবি আদায়ের লক্ষ্যে,টিপাইমুখ বাঁধ নির্মানের সিদ্বান্ত সমগ্র আন্দোলনের পালে হাওয়া দেওয়ার মত এবং তাদের ভুমি ও সম্পদ রক্ষার আন্দোলন কে স্বীকৃতি দেওয়ার শামিল।
সম্প্রতি আমাদের ১০ সদস্যের একটি সংসদীয় দল পুরো ব্যাপারটি নিয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছেন।বাংলাদেশের সরকার ভারতীয় কতৃপক্ষকে অনুরোধ করেছে তাদের মত না নিয়ে যাতে এই রুপ কোন কিছু নির্মান শুরু না করে।মুহাম্মদ জমির the dailystar  এর একটি মত প্রকাশ করেছেন,
What is required today is transparency and political will. One hopes that the visit of our Parliamentary delegation will be followed not only by intensive discussion on the basis of shared data between relevant experts from both countries but also meetings between the two political leaderships. An acceptable equation has to be reached between sovereign rights and national interests.
এখন যা দরকার তা হচ্ছে স্বচ্ছতা এবং রাজনৈতিক সদিচ্ছা।বিশ্বাস এই যে আমাদের সংসদীয় দলের সফর এর পর দুই পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকবে এবং উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে তথ্য আদান প্রদান হবে,এ ছাড়াও উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও আলোচনা হবে।সকলের কাছে গ্রহনযোগ্য এইরুপ একটি সমাধান সকলের কাম্য,যেখানে উভয়ের স্বার্থ সংরক্ষিত হবে এবং সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।



originally written in english by--rezwan

No comments:

Post a Comment