Monday, February 22, 2010

দুনিয়া কাঁপানো ৩০ মিনিট!

লীন বলেছেন,video is taken from primetime news of ekushey Tv.i was speechless when i saw this.ভিডিওটি একুশে টিভি হতে নেওয়া। দেখার পর আমি বাকরুদ্ধ... আপনারাও দেখে বলেন।
 

sayema in her facebook note said,
“Duniya kapano 30 min”---what is it actually? 21st Feb. 1952, like all of u, I know no more than what primary history books say---a day when university students sacrificed their lives for Bangla to be the state language. How many of us really do care? Yes by us, I mean specifically the students--the educated society---the backbone of our nation!
Yesterday, 21st of feb. 2010, I went to the national Shahid Minar with my friend Erum, and what we saw there is something you all should know!
The entire area had a complete festive look with people dressed up in colorful clothes, heavy jewellary, makeup etc. They were coming in groups and getting their faces and bodies tatooteed! Some of the tattoos even said “ Ekushey’r Shuveccha”. Do u say, “ Shubho Mrittu Barshiki” on your brother’s death anniversary? Do you party on your brothers death occasion? Can u step on ur brothers grave with your sandals on?.....read more...


for more pix chk this
masuda bhatti said on her blog said,
ভাষা আন্দোলন কি কেবলমাত্র ৩০ মিনিটের এক তুচ্ছ ঘটনা? নাকি এর পেছনে রয়েছে প্রবঞ্চনার ইতিহাস? ৪৭-এ দেশভাগের পর পরই যথন পশ্চিম পাকিস্তানের সুর পাল্টে যায় তখন পূর্ব বাংলায়্ও “ইয়ে আজাদি ঝুটা হ্যায়” শ্লোগান ওঠে। সবচেয়ে বড় কথা হলো হুজুগে বাঙালি যখন বুঝতে পেরেছিল যে, পাকিস্তান আন্দোলনের পুরোধা হিসেবে কাজ করেও তারা স্বাধীনতা পায়নি, সাম্প্রদায়িক দাঙ্গা আর ভয়ঙ্কর রক্তপাতের ওপর দিয়ে হেঁটে বাঙালি পৌঁছেছে বঞ্চনার কাছে। যে কারণে ৪৮ সালেই তাদের মুখের ভাষা বুকের ভাষা বদলে দেয়ার সমন এলো হাতে- ক্ষোভের শুরুটা আগেই ঘটেছিল, এবার তাতে বারুদ যোগ হলো মাত্র, আর বিস্ফারণ? সেতো ঊনপঞ্চাশেই শুরু হয়েছিল, নয় কি?
তাহলে কেন এখন বলা হচ্ছে, “দুনিয়া কাঁপানো ৩০ মিনিট”? একটা দীর্ঘ সময়ের ও অস্তিত্ব রক্ষার আন্দোলনকে মাত্র ৩০ মিনিট সময় দিয়ে বেঁধে আজকের কর্পোরেট বুদ্ধিজীবীরা নতুন প্রজন্মকে কী শেখাতে চাইছে।
it's a matter of shame that even some schools in bangladesh played foreign music on loud speakers on the occasion.all of this happened bt no news channels covered this except ETV.even there is not a single mention about this incident in any single newspaper.may b the bangladesh news agency stopped them in order to protect the face!wat a shame for us.70% people of our country even does not know what really happened last night but everyone has the right to know about it.
just some corporate newspapers and corporate houses r playing with our history making profit with it and we even dont know.

Saturday, February 20, 2010

Bangladesh, India: Tipaimukh Dam And Transparency(translated copy)

টিপাইমুখ বাঁধ/টিপাইমুখ জলবিদ্যূৎ প্রকল্পের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের পূর্বের রিপোর্টটি পাঠকদের নিকট সমাদৃত হয়েছে।এই পোস্টটিতে  পরিস্থিতির সর্বশেষ আপডেট দেওয়া হল।
আসাদুল হক তার "haque's talking" এ এই বিষয়টি যে এখন সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে তাই তুলে ধরেছেন,
The Tipaimukh dam issue currently continues to dominate the domain of political, media, intellectual and civil society’s discourse in Bangladesh with a unilateral demand for revocation of India’s decision for the project. Massive public protest in different forms i.e. rallies, protest meetings, strikes and so on against the dam continue to gain momentum in Bangladesh.
সচলয়াতন( Sachalayatan) এর জাহিদ লিখেছেন,

বাংলাদেশ আজ একটি ভয়ঙ্কর সমস্যার মুখে পতিত, আমরা এখনো বিষয়টি পরিষ্কার বুঝতে পারছিনা তাই আসল চিন্তা না করে রাজনীতির কাঁদা ছোড়াছুড়ি করে যাচ্ছি। বিষয়টি নিয়ে ব্লগে, সংবাদপত্রে, টিভিতে, জনসভায় আলোচনা হচ্ছে, কুটনৈতিক পর্যায়ে মতানৈক্য চলছে, বিভিন্ন দলের বিশেষজ্ঞদের নাম জানা যাচ্ছে কিন্তু তার পরেও আমরা পনের কোটি মানুষ শান্তিতে ঘুমোচ্ছি। সুনামগঞ্জের হাওড় এলাকার দরিদ্র কৃষকটি, যার সারা বছরের খাবার আর জীবন যাপনের একমাত্র অবলম্বন বোরো ধান, কিংবা দরিদ্র জেলেটি যার খেয়ে পড়ে বেঁচে থাকা নির্ভর করছে বর্ষাকালের হাওড়ের মাছের উপর সেও শান্তিতে ঘুমুচ্ছে কারন সে জানেনা কি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য। ফাঁরাক্কা ব্যারেজের কারনে আমাদের উত্তাল প্রমত্তা পদ্মা আজ যৌবন হারিয়েছে সেই সাথে ধুকে ধুকে মরছে এর শাখানদীগুলো। ১৯৭৪-৭৫ সালে নির্মিত ফাঁরাক্কা ব্যারেজের ফলে ভারতের একচেটিয়া পানি উত্তোলনকে কেন্দ্র করে একটি চুক্তি করতে কুটনৈতিক আলোচনা গড়িয়েছে ২০ বছর, আর এই সুদীর্ঘ সময়ে আমরা হারিয়েছি আমাদের নদীর নাব্যতা, আমাদের ফসলের জমি হারিয়েছে তার উর্বরতা, লবনাক্ততা এসে গ্রাস করেছে আমাদের অহংকার সুন্দরবনকে, ইবনে বতুতার সবুজ বাংলাদেশের উত্তরাঞ্চল পরিনত হয়েছে শুষ্ক মরুভূমিতে।  
বাংলাদেশ এখন একটি বড় সমস্যায় পতিত যদিও প্রকৃত চিত্র এখনও আমরা পায়নি।ব্যপারটাকে রাজনীতির স্বার্থ হাসিলের জন্যই ব্যবহার করা হচ্ছে যেখানে প্রকৃত ব্যপারটা এখনও কুয়াশাচ্ছন্ন।আমাদের ব্যপারটির সমাধান বের করার জন্য চিন্তা করা উচিত।ইতিমধ্যে সমস্যাটি নিয়ে বিভিন্ন ব্লুগ,সংবাদপত্র এবং র‌্যালিতে আলোচনা করা হয়েছে।এটাও আমরা শুনতে পাচ্ছি যে, অনেক নতুন বিশেষজ্ঞকেও নিয়োগ দেওয়া হয়েছে।কিন্তু দুঃখের বিষয় আমাদের ১৫ কোটি মানুষের অধিকাংশই এখনো ব্যপারটি সম্পর্কে জানে না।এ ব্যাপারটি নিয়ে তাদের কোন চিন্তাও নেই, নিশ্চিন্তে তারা ঘুমাচ্ছে।সুনামগঞ্জের পাশের গ্রামের সেই কৃষক যার সারা বছরের জীবিকা এবং খাদ্য নির্ভর করে বোরো ধানের ফসলের উপর সে নিজেও জানে না তার জন্য কি অনিশ্চিত ভবিষ্যত অপেক্ষা করছে!সেও ঘুমাচ্ছে কোন চিন্তা ছাড়াই।এককালের প্রবল স্রোতস্বিনী আমাদের পদ্মা ১৯৭৪-৭৫ এর ফারাক্কা নামক ব্যারেজ-এর জন্য আজ মৃতপ্রায়।আর আমাদের বিশ বছর লেগেছে ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পেতে।আর এই সময়ে আমাদের নদীগুলো নাব্যতা হারিয়ে মৃতপ্রায়,সুন্দরবন হয়ে গিয়েছে লবনাক্ত,আমাদের ভুমিগুলো হারিয়েছে উর্বরতা।ইবনে বতুতার সবুজ বাংলাদেশ হয়ে গিয়েছে মরুভুমির ন্যায় রুক্ষ।
টিপাইমুখ নামের এই মরণফাদঁ এর বিরুদ্ধাবস্থান ইতিমধ্যে ইন্টারনেট এর এই জগৎ এ ছড়িয়ে পরেছে।ফেসবুকে এই প্রজেক্ট এর বিরুদ্ধে ৮০ এর অধিক গ্রুপ খুলা হয়েছে যার মধ্যে রয়েছেঃ
Stop Tipaimukh Dam ::, Protest Against ‘Tipaimukh Dam', Tipaimukh Dam & Fulertal Barrage - Lets Stop India, Stop Tipaimukh Dam, Save Our Bangladesh Tipaimukh Dissemination. এছাড়া সম্পূর্ন নিবেদিত ব্লগও খুলা হয়েছে
EIA (Environmental Impact Assessment) report হতে প্রথম আলো ব্লগ এর ব্লগার আনন্দময়ী আবিষ্কার করেছেন যে,
সবচেয়ে উলেখযোগ্য যে তথ্যটা পেলাম সেটা হলো টিপাইমুখ ড্যাম সাইট থেকে ৯৫ কি.মি. ভাটিতে ফুলেরতালে একটা ব্যারেজ নির্মানের প্রস্তাবনা আছে (যা ভারত সবসময় অস্বীকার করে আসছে)।

নাভিদ বলেছেন,
The Tipaimukh Dam project may not be harmful to us rather useful if it only consists of a Dam. The problem will arise if India makes Fulertal Barrage along with the Dam. The Barrage can really render this great country into a desert.
টিপাইমুখ প্রকল্প ক্ষতিকারক হবে না বরং আমাদের জন্য লাভজনক হবে যদি এটি কেবল বাঁধ হয়।কিন্ত সমস্যা হবে যখন ভারত ফুলেরতাল ব্যারেজ বানাবে বাঁধ  এর সাথে।ব্যারেজটি আমাদের দেশকে একটি মরুভুমিতে রুপান্তর এর জন্য যথেষ্ট।
ভারতীয় হাই কমিশনার এর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশ এর রাজনীতিতে ঝড়ের সৃষ্টি করেছে,একজন সাধারন ব্যক্তির অভিমত।ভারতীয় সাংবাদিক Subir Bhowmik তার ব্লগ এ লিখেছেন,
তথ্য গোপনের ফলে সমগ্র ব্যপারটি আরও জটিল হয়ে উঠছে।তিনি বলেছেন,
If we leave this aside as normal compulsions of domestic politics in Bangladesh, it still falls on India to take a lower-riparian neighbour like Bangladesh into confidence when we plan such huge projects like Tipaimukh.
আমরা যদি ব্যপারটিকে ছেড়েও দি বাংলাদেশ এর রাজনীতির সাধারন ব্যপার বলে তা তবুও ভারতের উপর এ দায় বর্তায় বাংলাদেশ এর মত একটি ছোট দেশকে তার কনফিডেন্স এ নিতে,যখন টিপাইমুখ এর মত বড় প্রজেক্ট আমরা প্ল্যান করি।
দিগন্ত সরকার  the new horizons মন্তব্য করেছেন তিনি EIA ও EMP এর রিপোর্ট "এ এমন কিছুই দেখেননি যা দেখে মনে হয় ভারত কিছু লুকাচ্ছে"।এইগুলো অনলাইন এ সহজলভ্য।তিনি এই নিয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন যে,ভুমিকম্প ও অন্যান্য পরিবেশ ঝুঁকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা যথেষ্ট কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এইগুলো কার্যকর হবে কিনা।
জাহিদ তার ৬ পর্বের ধারাবাহিক ব্লগ এর ৫টি পোস্ট প্রকাশ করেছেন।এই সব ব্লগ এ তিনি ব্যারেজ ও ড্যাম এর ক্ষতিকর প্রভাব সর্ম্পকে বলেছেন, যা ভারত বরাবর অস্বীকার করে আসছে,বাংলাদেশ এ জন্য কোন পরিবেশ ঝুঁকির মুখোমুখী হবে না।(Part 1, Part 2, Part 3, Part 4, Part 5)।তিনি বলেছেন,
একজন সাধারণ মানুষও যেখানে জানে যে বাঁধের কিছু না কিছু প্রভাব উজান ভাটিতে থাকে সেখানে একটি বিলিয়ন ডলারের প্রকল্পের Environmental Impact assessment (EIA) এ এর ভাটি অঞ্চলকে প্রায় সম্পূর্ণ ভাবে উপেক্ষা করা কতটা যুক্তিযুক্ত ?
ভারতীয় ব্লগার বিপ্লব পাল এর মতে,

বিদ্যুত অবশ্যই চাই। ভারত এখন শিল্পোন্নত দেশ-সেখানে ঘন্টায় ৪-১০ ঘন্টা গড়ে লোডশেডিং নিশ্চয় কাম্য না। কিন্ত সেটা হিমালয়ের জল সম্পদকে লুন্ঠন করে কোটি কোটি মানুষের জীবিকাকে ধ্বংশ করে কেও নিশ্চয় চাইবে না ।
টিপাইমুখ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। হিমালয়ের বুকে এই রকম আরো ১০০ টী জলবিদ্যুত কেন্দ্র তৈরী করার পরিকল্পনা চলছে। আফটার অল, যত বেশী বাঁধ তত বেশী ঠিকাদারি। পকেট ভরবে রাজনীতিবিদদের। দুদিকে লাভ। অর্থাগম ভোটাগম। মাশুল গুনবে ভারত -বাংলাদেশের সাধারন মানুষ।যাদের অধিকাংশই আদিবাসি। নদীই একমাত্র জীবিকা কেন্দ্র।
জিতেন ইয়ামনাম intercultural resources মত প্রকাশ করেছেন,এই প্রকল্প ভারতের মনিপুর রাজ্যে আন্দোলন এর জন্ম দিতে পারে।
India should refrain from constructing Tipaimukh dam to avoid multidimensional conflicts and complications as the project is potentially rife for causing conflicts between states, between state and indigenous peoples and between indigenous peoples all over control and management of resources and definition of developmental priorities. As Manipur is already rife with movements for right to self determination, any forced construction of Tipaimukh dam with its multifaceted impacts will only legitimize their movement to defend their land and resources.
ভারতের টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসা উচিত।কারন এর ফলে যে বহুমুখী সমস্যা ও সংঘর্ষের জন্ম দিবে,রাজ্য,রাজ্য ও আদিবাসীদের মধ্যে,আদিবাসীদের হাতে সমস্ত উন্নয়ন কার্য ও সম্পদ নিয়ন্ত্রন ও পরিচালনার দায়িত্ব।এখন মনিপুর যেহেতু বিভিন্ন সমস্যা ও আন্দোলন এ জর্জরিত নিজের দাবি আদায়ের লক্ষ্যে,টিপাইমুখ বাঁধ নির্মানের সিদ্বান্ত সমগ্র আন্দোলনের পালে হাওয়া দেওয়ার মত এবং তাদের ভুমি ও সম্পদ রক্ষার আন্দোলন কে স্বীকৃতি দেওয়ার শামিল।
সম্প্রতি আমাদের ১০ সদস্যের একটি সংসদীয় দল পুরো ব্যাপারটি নিয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছেন।বাংলাদেশের সরকার ভারতীয় কতৃপক্ষকে অনুরোধ করেছে তাদের মত না নিয়ে যাতে এই রুপ কোন কিছু নির্মান শুরু না করে।মুহাম্মদ জমির the dailystar  এর একটি মত প্রকাশ করেছেন,
What is required today is transparency and political will. One hopes that the visit of our Parliamentary delegation will be followed not only by intensive discussion on the basis of shared data between relevant experts from both countries but also meetings between the two political leaderships. An acceptable equation has to be reached between sovereign rights and national interests.
এখন যা দরকার তা হচ্ছে স্বচ্ছতা এবং রাজনৈতিক সদিচ্ছা।বিশ্বাস এই যে আমাদের সংসদীয় দলের সফর এর পর দুই পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকবে এবং উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে তথ্য আদান প্রদান হবে,এ ছাড়াও উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও আলোচনা হবে।সকলের কাছে গ্রহনযোগ্য এইরুপ একটি সমাধান সকলের কাম্য,যেখানে উভয়ের স্বার্থ সংরক্ষিত হবে এবং সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।



originally written in english by--rezwan

Friday, February 19, 2010

my new USB

just bought a sandisk cruzer U3 last nyt..i was just impressed wid it...havin a buit in u3 software....and a gr8 deal of softwarez built in lyk firefox,thunderbird....winamp...mcafee and bla bla....so u cn use it in any pc....wherever u r ...dnt nd to install firefox or thunderbird...handy in cybercafes of KSA where there is still ie 6!try this thing...hope u will lyk it ...

Wednesday, February 17, 2010

prblem no.......

আমার থেকে যা দেখছি just প্রব্লেম এই পড়ছি।আজকে সকালে আমার জিমেল এ ঢুকতে যাব বলছে তোমার acc e suspicious activity চলেছিল তাই ডি এক্ট করে দেয়া হয়েছে।r finally তাই পাস change করতে হল।এই নিয়ে আমার জিমেল লাস্ট ৩ মাসে ৫ বার করলাম।আমি তো ordinary একটা ছেলে আমার acc hack kore লাভই নাই!এইটা এখন তিন নং প্রব!

Tuesday, February 16, 2010

funny summary(bangla)

 প্রশ্নঃ সারমর্ম লিখ "আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই"। উত্তরঃ কবি এখানে একটি সমসাময়িক ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন, আমরা জানি ছেলে মেয়েতে পরষ্পর ফুলের মালা পরিধান করা বিবাহের প্রতিক।কবি এখানে "পালিয়ে বিয়ে করা" বিষয় কে উৎসাহিত করেছেন। এধরনের বিয়েতে দম্পতি প্রথমেই সহজে শ্বশুর বাড়ীতে উ...ঠতে পারেনা। তাই কবি তদেরকে সরাসরি মামার বাড়িতে উঠতে উপদেশ দিয়েছেন।
via shahee mirza

Indian news channels not to cover IPL 2010

Indian news channels not to cover IPL 2010

Wednesday, February 10, 2010

afghanistan wins...again

Afghanistan 131 for 7 (Noor Ali 42, Coetzer 3-25) beat Scotland 117 for 9 (McCallum 38, Hassan 3-32) by 14 runs
Scorecard
Afghanistan continued their seemingly inexorable march to the World Twenty20 with a 14-run win over Scotland at Sheikh Zayed Stadium in Abu Dhabi. Noor Ali's blistering 42, when wickets were falling around him, provided the early impetus in Afghanistan's 131 for 7 and Shapoor Zadran's remarkable bowling - he conceded just eight runs in four overs - held Scotland at bay to ensure Afghanistan's passage into the Super Fours.
Scotland's decision to field this morning appeared to have paid dividends when Gordon Drummond picked up Karim Sadiq and Shafiqullah in his first over, but Ali was unperturbed and crashed four fours and a six in his 42. With his partner striking the ball so cleanly, Mohammad Shahzad could afford to play a more sedate innings. His 30 contained just a single boundary, but he rotated the strike well in the 71-run partnership.
Kyle Coetzer grabbed three quick wickets - including the hero of yesterday's game, Mohammad Nabi, first ball - to peg Afghanistan back, and when Samiullah Shenwari picked out Gavin Hamilton off Jan Stander in the 19th over, Afghanistan were struggling at 116 for 7. But a late surge from Raees Ahmadzai and Mirwais Ashraf took the score past 130 and gave Afghanistan's bowlers a decent total to defend.
Scotland would have been hoping for a positive start to their chase, but Navdeep Poonia fell second ball to Ashraf, and Zadran proved almost impossible to get away in his opening spell. When Kyle Coetzer's painful innings ended on the first ball of the fifth over, he had struggled to two from 15 balls. Hamilton and Neil McCallum clawed their way back with a 66-run partnership for the third wicket, but when they were both dismissed in consecutive balls, Afghanistan had found their opening.
Hamid Hassan bowled Jan Stander and Fraser Watts, and when Drummond and Simon Smith fell to Mohammad Nabi in the penultimate over, Scotland's hopes were extinguished. Hassan shattered Majid Haq's stumps with the last ball of the innings to seal an emphatic victory, sending Scotland crashing out of contention and Afghanistan through to the next round.

Tuesday, February 9, 2010

hmm oldies we r really wonders

may b upcoming days r goin 2 b nyc,it is ma guess,cz u r goin 2 b wid me ,
anyways in da morning i woke up thn just opened ma fb and i found some of old pic taken may b @ 1993-94 SOMething lyk dat....just awesome thnks to ma sis in bd...
http://www.facebook.com/photo.php?pid=11066660&id=590470857
ok ok got nothing to write now..i dnt lyk writing lyk this u guys know well,
anyways i was listening to a song called tum mile by shafqat amanat ali since tomorro...alrdy 60 :P

Sunday, February 7, 2010

the new facebook

the new facebook...i was excited wen i 1st saw it... cz that was something awesome in look....but after using just 1 day i m fed up...cz there is prblem with da latest news...sometimes it does updates in realtime bt not always.....and it has become complicated wen u try to use apps in some ways...bt the pluspoint is da msg and notification system new.....and i will mark it 6 of 10 if i m asked too!!