Tuesday, January 26, 2010

ram-ddr3

Random Accress Memory বা RAM সম্পর্কে আমাদের সবাই কম বেশী ধারণা আছে। প্রচলিত মাদারবোর্ডে স্যানক্রোনাইজ ডাউনামিক বা এসডি RAM-এ এবং ডাবল ডাটা রেট বা ডিডিআর RAM ব্যবহার হয়ে আসছিল। সমপ্রতি বাজারে আসা নতুন নতুন মডেলের মাদারবোর্ডে ডিডিআর২ এর ব্যবহার শুরু হয়েছে। একটি মাদারবোর্ডে একাধিক রকমের RAM সমর্থন করে না, ফলে মাদারবোর্ডে ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন RAM ব্যবহার করতে হয়। ফলে পুরাতন মাদারবোর্ডে নতুন ধারার RAM ব্যবহার করা সম্ভব নয়। গতি এই যুগে শিগগিরই আসবে ডিডিআর৩ RAM। মেমোরি স্টেন্ডার্ড এসোসিয়েশন JEDEC নতুন এই RAM-এর অনুমোদন দিয়েছে যা এসডি RAM'র স্টেন্ডার্ডে তৈরী হবে। তবে নতুন এই RAM কত ভোল্ট পাওয়ার লাগবে তা জানা যায়নি। বর্তমানে ব্যবহৃত এসডি RAM-এ ১.৫ ভোল্ট, ডিডিআর১ RAM-এ ১.৮ ভোল্ট, ডিডিআর২ RAM-এ ২.৫ ভোল্টের প্রয়োজন হয়। ডিডিআর১ র্যামে ২ বিট বাফার ব্যবহৃত হয় যেখানে ডিডিআর২ RAM-এ ব্যবহৃত হয় ৪ বিট এবং ডিডিআর৩ RAM-এ ব্যবহৃত হবে ৮ বিট। ফলে ডিডিআর১ থেকে ডিডিআর২ এর মেমোরি সেল স্পিড হচ্ছে দ্বিগুণ এবং ডিডিআর৩ এর মেমোরি সেল স্পিড হবে চারগুণ হবে। ডিডিআর৩ -তে রয়েছে ৮০০ থেকে ১৬০০ এমটি/এস (মিলিয়ন ট্রান্সফার পার সেকেন্ড)। ডিডিআর৩ হবে ৫১২ মেগাবাইট থেকে ৮ গিগাবাইট পর্যন্ত। RAM বা মেমোরি স্টেন্ডার্ড এসোসিয়েশন এবং অনান্য বিয়য়ে বিস্তারিত তথ্যে

2 comments: